ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাব্বিরের সহায়তা গাড়ি

মাহমুদুল হাসান কবীর 
🕐 ৭:৩৫ অপরাহ্ণ, মে ০২, ২০২০

করোনার প্রাদুর্ভাবে সমাজের মানুষদের অসহায়ত্ব দেখে নিজের জীবন বাজি রেখে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ।

তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক চতুর্থবর্ষের শিক্ষার্থী। করোনার প্রাদুর্ভাব কমাতে বিশ্ববিদ্যালয় গত ১৭ মার্চ থেক বন্ধ হয়ে যায়। এসময় সে নিজ বাড়ি মেহেরপুর জেলার সদরে চলে যান।

প্রথমদিকে সচেতনতার জন্য টিউশনির টাকায় দারিদ্র্য মানুষের মাঝে ফ্রি মাস্ক, লিফলেট বিতরণ, জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে, মানবতার দেয়ালের আদলে ফ্রি খাদ্য সামগ্রীর দোকান দেন। টিউশনির টাকা দিয়ে এসব স্বেচ্ছাসেবী কাজ করায় বন্ধু-বান্ধব, প্রতিবেশীরা সবাই তাকে পাগল আখ্যা দেয়। 

বাঁধা পেরিয়ে করোনাকালে নিজের জীবন ঝুঁকিতে রেখে কাজ করায় তার মা তাকে করোনায় সাধারণ মানুষের সহায়তায় উৎসর্গ করেন। পাগল বললেও থেমে নেই সাব্বির। মানুষের সেবায় সে ভ্যান, অটো গাড়ির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আত্মীয়-স্বজন এবং মেসডা নামক সংগঠনের আর্থিক সহযোগিতায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে কাজ করছেন। সাব্বিরের নেয়া স্বেচ্ছাসেবী উদ্যোগের মধ্যে রয়েছে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী, সবজি যাবে আপনার বাড়ি, প্রয়োজনীয় ঔষধসহ আরো অনেক কার্যক্রম।

 
Electronic Paper