ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাফল্যের গল্প

বিশ্ববিদ্যালয় পরিবার

জেসমিন আক্তার মনি
🕐 ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৯, ২০২০

ছোট ছোট চাওয়া পাওয়া যখন পূর্ণ হত না, মনের মধ্যে একরাশ আবেগ জমত আর কান্না হয়ে ঝরে পড়ত। আর তখন থেকেই বড় হওয়ার প্রবল ইচ্ছা জাগত মনে। তাই বাবা মায়ের উপদেশ- বাণী-উৎসাহ আর নির্দেশনা মাথায় রেখে নিজেই নিজের সবচেয়ে বড় অভিভাবক হয়ে উঠলাম। বড় হয়ে কী হব এটা নির্দিষ্ট না থাকলেও বড় যে হতে হবে এই ভাবনা নিয়ে পড়াশোনা করেছি।

জীবনের লক্ষ্য ছিল ডাক্তার হব তবে নানা জটিলতায় সেটি না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়ার সুযোগ অর্জন আমার জন্য সৌভাগ্যের। এতগুলো ভাইবোনের পড়ার খরচ যোগানো আমার বাবার জন্য কষ্ট হলেও বাবা তা এখনও কিছু মনে করেন না। আমাদের জন্য নানাভাবে অর্থের যোগান দিচ্ছেন যেন আমাদের বিদ্যা অর্জন হয়। খুব ভালো কলেজে পড়ার সৌভাগ্য হয় নি তবে একাগ্রতা আর নিষ্ঠার সাথে অধ্যবসায় করেছি। এইচএসসির রেজাল্ট খারাপ হওয়ার পরও আত্মবিশ্বাস হারাইনি। প্রথমবারে বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি দ্বিতীয়বারে রাবিতে চান্স পাই এবং এখন যথেষ্ট ভালো আছি।


জেসমিন আক্তার মনি
বাংলা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 
Electronic Paper