ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রঙিন একটি দিন

উমর ফরুক
🕐 ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

‘বন্ধুত্বের টানে, ভ্রাতৃত্বের সৃষ্টি; আমরা সবাই প্রত্যয়ী-৬৫, স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (২০১৭-১৮ শিক্ষাবষের্র) ৬৫তম ব্যাচ প্রত্যয়ীর ব্যাচ ডে ও দুই বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ^বিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যাচ ডে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

প্রত্যয়ীদের দু’বছর পূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধ্যক্ষ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোসতাক আহম্মেদ, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম সাগর এ ছাড়াও উপস্থিত ছিল রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংষ্কৃত বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান সোহাগ।

অতিথির বক্তব্যে মতিহার হলের প্রাধ্যক্ষ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোসতাক আহম্মেদ বলেন, ‘প্রত্যয়ী-৬৫ শুধু মাত্র একটি সংগঠন নয় একটি আবেগের নাম। এই ব্যাচের বন্ধন টিকে থাকবে সবসময়। একসময় প্রত্যয়ী-৬৫ ব্যাচের সব শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে জায়গা করে নিবে এবং মেধা ও কর্ম দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’ আলোচনা পর্ব শেষে কেক কেটে প্রত্যয়ী-৬৫ ব্যাচের শিক্ষার্থীদের সাথে অতিথিরা দু’বছর পূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে অতিথিদের সাথে নিয়ে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার কবরে শ্রদ্ধা নিবেদন করে প্রত্যয়ী ব্যাচের শিক্ষার্থীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রত্যয়ী-৬৫ ব্যাচের অংশগ্রহণে জোহা চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে শেষে আবার মিলিত হয়। সন্ধ্যায় প্রত্যয়ী ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফানুস উড্ডয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।

 
Electronic Paper