ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবির রক্তিমা

সাব্বির মাহমুদ
🕐 ১২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ০৩, ২০১৯

সময়টা ২০১৭ সালের ৩০ জানুয়ারি, ইবির বুকে একদল অভিযাত্রিকদের আগমন ঘটে। পিঠে একটি ব্যাগ এবং চোখ ভরা স্বপ্ন নিয়ে অচেনা-অজানা পরিবেশে প্রবেশ করে তারা। নতুন পরিবেশে, নতুন বন্ধু, আড্ডা- এই দিয়েই শুরু হয় তাদের পথচলা। তারা ক্যাম্পাসে প্রবেশের মাত্র ৬ মাসের মধ্যেই নিজেদের অদম্য ইচ্ছাশক্তি ও মানবসেবার উদ্দেশ্যে গড়ে তোলে স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘রক্তিমা’।

সংগঠনটি ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগান নিয়ে মানবসেবার পাশাপাশি দক্ষ সংগঠন ও মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের কিছু শিক্ষার্থীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা পাঁচ শতাধিক। মাত্র ২ বছরে তারা কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলে প্রায় ৭০০ ব্যাগ রক্তদান করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত গত দুটি বৈশাখী মেলায় অন্যরা যখন উপার্জনের চেষ্টায় ব্যস্ত তখন তারা বিনামূল্যে প্রায় ১২০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে এবং রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে মানুষকে অবগত করার চেষ্টা করেছে।

 
Electronic Paper