ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উজ্জ্বল আগামী

সুপ্রিয় কুমার চক্রবর্তী
🕐 ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

প্রিয় পাঠক, প্রিয় ক্যাম্পাসের উজ্জ্বল আগামীতে আপনিও প্রশ্ন করতে পারেন। বিদেশে উচ্চশিক্ষা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, গাইড লাইন, ক্যারিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দিবেন শা অ্যাসোসিয়েটসের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী

ফোন : ০১৭৫০-০৩৭৭৭১,
Email : [email protected]

-কানাডায় উচ্চশিক্ষার জন্য কয়টি সেশন এবং কোন সেশনটি ভর্তির জন্য পারফেক্ট?

-ছদরুল হাসান, চুনারুঘাট, হবিগঞ্জ ।
কানাডায় মোট তিনটি সেশন! উইন্টার, স্প্রিং ও ফল সেশন। বাংলাদেশিদের জন্য সেপ্টেম্বর ফল সেশনটি অতি গুরুত্বপূর্ণ এবং সব বিশ্ববিদ্যালয়েই ভর্তির অপশন থাকে।

-আমেরিকায় স্পন্সর হিসেবে কি থার্ড পার্টি কেউ হতে পারেন , যেমন চাচা , মামা, খালা কিংবা বড় ভাই?
-বিধান চন্দ্র রায়, অনাবিল আবাসিক এলাকা, ধোপা-দীঘির পাড়, সিলেট।
আমেরিকাতে যে কেউ স্পনসর হতে পারেন, তবে তার ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্যাংক কর্তৃক সত্যায়িত হতে হবে।

-অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের নিয়ম কি ভিএফএস কর্তৃক নেওয়া হয়ে থাকে?
-কবিতা খানম, মিশনারি স্কুল এরিয়া, কাঁচিঝুলি, ময়মনসিংহ।
না। আপনি শুধু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ভিএফএসে যেতে হবে । আর বাকি আবেদনের সকল প্রক্রিয়া অনলাইনে করতে হবে। ডকুমেন্টস আপলোড করে নির্দিষ্ট ফি দিয়ে তারপর ভিসার ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে ।

 
Electronic Paper