ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাফল্যের গল্প

অর্ক রায় সেতু
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

সুস্মিতা বড়ুয়া রিচি জন্ম চট্টগ্রামের বাঁশখালীতে। বড় ভাই বোনদের মধ্যে সাবার ছোট হওয়ায় দুর্বোধ্য কৈশোর নিয়ে রসিকতাও কম নয়। তাও আবার গান নিয়ে।

মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই ২০১৫ সালের মার্চ অলরাউন্ডার প্রতিযোগিতায় টপ সিক্স হওয়ার পর নিজেকে আবিষ্কার করেন ভিন্ন একটা জগতে। কিন্তু দীর্ঘ সময়ের জন্য গানের পার্থিব বিষয় নিয়ে তাকে খুব একটা আর দেখা যায়নি। তবে বাসায় চালিয়ে যাচ্ছেন গান নিয়ে অসম্ভব সব চেষ্টা।

তাছাড়া রীতিমতো পড়াশোনা ও গানের মাধ্যমে নিজের ক্যাম্পাসে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে উচ্চশিক্ষার জন্য সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আইন বিভাগে অধ্যয়ন করছেন।

নারী হয়েও বাধা বিপত্তি ডিঙিয়ে তিনি মুক্ত পৃথিবীতে সবার কাছে গান আর ভালোবাসা পৌঁছে দিতে সফলভাবে এগিয়ে যাচ্ছেন।

তার এভাবে বেড়ে ওঠার গল্পে সব সময় উৎসাহ উদ্দীপনা আর অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছেন মেজো বোন মৌমিতা বড়ুয়া। তিনিও গানের গলা দিয়ে কুড়িয়েছেন বিভিন্ন সম্মাননা। রিচির স্বপ্ন সবচেয়ে লোমহর্ষক পরিবেশ আর প্রতিকূলতার মধ্যে নিঃশব্দে এগিয়ে যাবেন আপন ভুবনে। প্রতি মুহূর্তে গান আর শিক্ষা-দীক্ষায় জ্বলতে চান আগুনের লাল শিখার মতো। নতুন কিছুর ভেতরে আনন্দ নিয়ে তিনি আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান।

 
Electronic Paper