ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ

প্রিয় ক্যাম্পাস ডেস্ক
🕐 ৩:৫৪ অপরাহ্ণ, মে ০৫, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভদ্রা, রেললাইনের পাশের বস্তি ও চৌদ্দপাই ক্যানেলের আশপাশে বসবাসকারী ১৪২ জন সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধের মাঝে ঈদবস্ত্র দিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। গত শুক্রবার ডিনস কমপ্লেক্সে তাদের হাতে ঈদবস্ত্র তুলে দেন রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রুকসানা বেগম এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মমিনুল হক।

সংগঠনের সভাপতি এনামুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নবজাগরণের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাবেক সভাপতি মার্জান আতিক কিরণ, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাবেক সহ-সভাপতি বজলুর রশিদ সজল, সাবেক অর্থ সম্পাদক আব্দুল কারীম এবং সাবেক সহ-সভাপতি নাফিসা তাসনিম ঝিলিক প্রমুখ।

নবজাগরণ ফাউন্ডেশন ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হরিজন পল্লীতে প্রতিষ্ঠা করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল নবজাগরণ শিক্ষা নিকেতন।

 
Electronic Paper