ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লিডিং ইউনিভার্সিটি সিলেট

উচ্ছ্বাস আনন্দের সমাবর্তন  

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯

আনন্দ উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে সিলেটের লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ দক্ষিণ সুরমাস্থ রাগীবনগরের ক্যাম্পাস প্রাঙ্গণে এবারের সমাবর্তন অনুষ্ঠানে মোট ৪৭৩৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। যার মধ্যে ৩২০৭ জন স্নাতক এবং ১৫২৭ জনকে স্নাতকোত্তর পর্যায়ে রয়েছেন।

চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন বিবিএ প্রোগ্রামের গ্র্যাজুয়েট মউপিয়া সেন। রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবে লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন সভাপতি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির।

সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েট অনামিকা বলেন, ‘আমাদের ক্যাম্পাসটা এত সুন্দর, নয়নাভিরাম। এত সবুজে ঘেরা প্রাকৃতিক ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। শিগগিরই ঢুকে পড়ব কর্মজীবনে। চাইলেও আর যখন তখন ক্যাম্পাসে আসতে পারব না। মনটা খারাপ লাগছে।’ বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড সোলস।

তা ছাড়াও ছিল ময়মনসিংহের লোকগীতি এবং লিডিং ইউনিভার্সিটির নিজস্ব ব্যান্ড অরফিয়াস এবং ব্যান্ড কমিউনিটির পরিবেশনা।

 
Electronic Paper