ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লিডিং ইউনিভার্সিটিতে সেমিনার

খোলা কাগজ ডেস্ক
🕐 ১০:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৮

লিডিং ইউনিভার্সিটিতে বাংলাদেশে পর্যটন শিল্পের প্রসারে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর ২০১৮ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আক্তারুজ্জামান খান কবির।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনার হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মেদ হাফিজ আহমেদ এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন ওই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয়প্রধান মো. মাহবুবুর রহমান।

 
Electronic Paper