ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদেশি শিক্ষার্থীদের উৎসব

ফারুক হোসেন
🕐 ১০:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৮

রাজধানীর সাতারকুলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গত ২৪ নভেম্বর দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ উৎসবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সোমালিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের চার শতাধিক বিদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এস কাদীর পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসীন। 

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এস কাদীর পাটোয়ারী বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধু আফ্রিকাই নয় অন্য দেশগুলোর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছে। বিদেশি শিক্ষার্থীরা শুধু আমাদের ছাত্রছাত্রীই নয়, তারা আমাদের অতিথি। তাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত সবাইকে বিদেশি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সোমালিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী আফ্রিকান নাচ, গান, কৌতুক এবং নাটিকা পরিবেশন করেন।

 
Electronic Paper