ঢাকা, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ৮ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বশেমুরবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নতুন কমিটি

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি
🕐 ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

বশেমুরবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নতুন কমিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবেদ হোসেন এর নাম ঘোষণা করা হয়েছে।

উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কার্যনির্বাহী কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

কমিটিতে অন্যান্যরা হলেনঃ সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, মনির, মিশন দাশ, গোলাম মাওলা সম্রাট, হারুনূর রশিদ হৃদয়, ফজলে রাব্বি, মোঃ কামাল ও মোঃ হান্নান।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেঃ তাওহীদ হাসান, সহিদ উল্যাহ, মহিউদ্দিন মহি, নাহিদ, শামীম মাহমুদ, অন্বেষণ সাহা, মেহেদী হাসান, আব্দুর রহমান মাসুম ।

সাংগঠনিক সম্পাদক হিসেবেঃ আব্দুল হালিম ফরহাদ, আব্দুল রহমান আকাশ, সাফায়েত উল্যা, সাইফুল ইসলাম আদিল।

দপ্তর সম্পাদক মোরসেদ আলম শান্ত, অর্থ বিষয়ক সম্পাদক আলী হাসান নিয়ন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অরুপ সাহা, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মাসুম, ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক প্রেমা বেগম, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক অর্ণব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন।

নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, ইনশাআল্লাহ বশেমুরবিপ্রবিতে অধ্যায়নরত নোয়াখালীর শিক্ষার্থী ও অন্য সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের অ্যাসোসিয়েশন কাজ করে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্য ভ্রাতৃপ্রতিম সংগঠন ও আমাদের কার্যক্রমে সার্বিক সহায়তা করবে বলে আশাকরি।

 
Electronic Paper