চবিতে যুক্ত হচ্ছে আরও ১৪টি বিভাগ
আকিজ মাহমুদ, চবি
🕐 ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন করে আরও ১৪টি বিভাগের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) একাডেমিক কাউন্সিলের ২২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
চবির একাডেমিক কাউন্সিলের সচিব ও চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতটি অনুষদের প্রস্তাবের ভিত্তিতে প্রত্যেক অনুষদে দুটি করে ১৪টি বিভাগ একাডেমিক কাউন্সিল সভা অনুমোদন করেছে। যা সিন্ডিকেটে অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে পরে ইউজিসিতে পাঠানো হবে।
যেসব অনুষদে নতুন বিভাগ যুক্ত হবে:
কলাও মানববিদ্যা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
