ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোবিপ্রবিসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন খোলা কাগজের রিয়াদুল

নোবিপ্রবি প্রতিনিধি
🕐 ৫:৪৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

নোবিপ্রবিসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন খোলা কাগজের রিয়াদুল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৩ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের নোবিপ্রবি প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম।

নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক শেয়ারবিজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবীর ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম।

মঙ্গলবার (৩০ মে) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১২টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মোঃ আবদুস সামাদ আজাদ।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাবিহা তাসমীম, যুগ্ম-সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নুমান রাশেদ, দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মোঃ ইমাম হোসেন, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেন।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি নাহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ হোসাইন, ই-নিউজ ৭১ এর প্রতিনিধি জামিলা ইসলাম একা।

উল্লেখ্য, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 
Electronic Paper