ঢাকা, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিষপানে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

চবি প্ৰতিনিধি
🕐 ১২:৫০ অপরাহ্ণ, মে ২৬, ২০২৩

বিষপানে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

 

বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসায় বিষপান করে ওই ছাত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

জানা যায়, বিকেল ৪টার দিকে তেলাপোকা নিধনের ঔষধ খেয়ে নেন তিনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, আমি বিষয়টি শুনার পর ঘটনাস্থলে যাই। কিন্তু বাসা তালাবদ্ধ ছিল। পরে চমেক হাসপাতালে যাই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।

নিহত ছাত্রীর বাড়ি খাগড়াছড়ি জেলার মানিনছড়ি। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনীর বিপরীত পাশে পরিবারের সাথে বসবাস করতেন সেই ছাত্রী। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

 
Electronic Paper