ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাটল বিলম্বে দেরিতে শুরু হলো চবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা

আকিজ মাহমুদ, চবি
🕐 ৩:৩৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

শাটল বিলম্বে দেরিতে শুরু হলো চবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেনের ব্রেক গিয়ার ভেঙে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

 

জানা যায়, সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

৩০ মিনিট বিলম্বে শাটল ঠিক হলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকে দ্বিধায় পরে ভিন্নপথে রওনা দেন ক্যাম্পাসে।

এদিকে শাটল ট্রেন বিকলের কারণে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, 'ডি' ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক সিরাজ-উদ-দৌলা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানিয়ে পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

 
Electronic Paper