ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রকাশের আগেই ছেলের রেজাল্ট ফেসবুকে দিলেন চবি কর্মকর্তা

আকিজ মাহমুদ, চবি
🕐 ২:২৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

প্রকাশের আগেই ছেলের রেজাল্ট ফেসবুকে দিলেন চবি কর্মকর্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হলেও এখনও প্রকাশ হয়নি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নিজের ছেলের সুযোগ পাওয়ার বিষয়টি ফেসবুকে শেয়ার দিয়েছেন। চবির ওই কর্মকর্তার এমন কর্মকাণ্ডে শুরু হয়েছে নানামুখী গুঞ্জন। এনিয়ে সামাজিক মাধ্যমেও চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। পরীক্ষায় অনিয়ম অনিয়ম হতে পারে এমন সংশয়ও প্রকাশ করেছেন অনেকে।

 

তবে বিষয়টি অস্বীকার করে কর্তৃপক্ষের দাবি ফলাফল নির্ভুল করার জন্য তাদের লেগেছে বাড়তি সময়।

রোববার (২১ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তার ছেলে ‘এ’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন জানিয়ে নিজের ফেইসবুক একাউন্টে পোস্ট করেন। যদিও পোস্ট করার কিছুক্ষণ পর তিনি আবার সেটি সরিয়ে নেন।

অথচ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘুরে ফলাফল প্রকাশের কোনো সূত্রই খুঁজে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলও ফলাফল প্রকাশ করেননি বলে জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কিভাবে নিজের ছেলের ফলাফল জানলেন চবির এই কর্মকার্তা।

এ বিষয়ে জানতে চাইলে চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। তবে আমাদের হাতে ফলাফল এসেছে। ক্রসচেক করে আমরা ফলাফল প্রকাশ করব।

ওই অভিভাবক প্রকাশেরই আগেই কীভাবে ফলাফল পেয়েছেন জানেন না উল্লেখ করে তিনি বলেন, আমাদের মাধ্যমে রেজাল্ট জানা সম্ভব না। এর মানে উনি গোপনে কারো কাছ থেকে জেনে নিয়েছেন।

এদিকে ফলাফল কিভাবে পেয়েছেন এমন বিষয়ে জানতে চাইলে চবির এই কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল পেয়েছে। পাওয়ার পর আমাকে জানিয়েছেন।

যদিও এর কিছুক্ষণ পর তিনি ফেইসবুক থেকে পোস্টটি সরিয়ে নেন। পরবর্তীতে আবার ফোন করা হলে তিনি খবরটিকে উড়ো বলে এড়িয়ে যান। এভাবে পোস্ট করা উচিত হয়নি বলেও স্বীকার করেন।

জানতে চাইলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জয়েন্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, প্রকাশ হওয়ার আগে ফলাফল জানতে পারার কথা না। উনি কিভাবে জানতে পারলেন এ বিষয়ে আমি জানিনা।

এক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো ঘাটতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্তৃপক্ষের ঘাটতি হওয়ার কথা নয়।

 
Electronic Paper