ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি গঠন

হাছিবুল ইসলাম সবুজ, কুবি
🕐 ১:৪১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩

কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মিসকাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম।

সোমবার (১৫ মে ) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন, সাদেক হোসেন সোহেল, আশরাফ মুন্না, অর্ণব ধর, শাহাদাত নিলয় ও সানি আদনান।

সহ সভাপতি পদে আছেন, মুহাম্মাদ শওকতুর রহমান, শমসেদ হোসেন, এমরান কবির, মিজানুর রহমান আরিয়ান, আশরাফুল ইসলাম, রাকেশ চৌধুরী, মোহাম্মদ এহসান, মহিম ইসলাম, মো. জামশেদুল ইসলাম, সুমাইয়া তাবাচ্ছুম, লাভলী রানী নাথ, সুরপা বড়ুয়া, মো. দিদারুল আলম, দিপ চৌধুরী, ইমন ইউসুফ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মিজবাহুল জান্নাত, মো. রাফি, শাহীন আলম, মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম গণি, নিলাশ ধর, মো: শহীদুজ্জামান, মো: শাহীনুল ইসলাম গালিব, মো: শাফায়াত রহমান ও তাহসিন ওয়াদুদ।

সাংগঠনিক সম্পাদক পদে আছেন রাসেল আহমেদ, নাজিম উদ্দিন মধু, সায়েদুল ইসলাম চৌধুরী, আবরার মোস্তফা, তৈয়ব উদ্দীন, মো: বদরুদ্দীন, কুতুব উদ্দীন সম্রাট, আনাস আহমেদ, রিয়াজ উদ্দীন অপু, মোহাম্মদ মুসা, নাঈম, মেহেরাব হোসেন, ফায়েজ হাসনাইন, চৌধুরী মাসাবিহ, জান্নাতুন নিসা, মুজাহিদুল ইসলাম, ইমন সাহা, মাইনুদ্দীন হাসান, রাকিবুল ইসলাম রাহি, জাহেদুল ইসলাম, মোহাম্মদ রায়হান, ইমাম উদ্দীন রায়হান ও জিয়াউল হোসাইন।

প্রচার সম্পাদক পদে আছেন আব্দুর রহমান সায়েম, ফারদিন ইসলাম, মেহেরাব হোসেন সাকিব, আরমান উদ্দীন ও আহমদ ফয়সাল আদনান।

দপ্তর সম্পাদক পদে আছেন গোলাম দস্তগীর, রিয়া দাশ, শামসের তাবরিজ চৌধুরী, আবু নাঈম ও মোহাম্মদ ইমরান হোসাইন।

অর্থ সম্পাদক পদে আছেন মিনহাজ উদ্দীন, আসিফুর রহমান, জাবের ইসলাম ও ইরাঞ্জ আনোয়ার।

ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আছেন মিনহাজ উদ্দীন ও আব্দুল্লাহ আল মতিন।

উপ ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে আছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম, আদনান আলম, ইসরাত বিন সরওয়ার ও মিনহাজ উদ্দিন।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আছেন ওয়াহিদুল ইসলাম ও নিলয় বড়ুয়া।

উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আছেন মীর জোবায়ের ও প্রমি দাশ।

ছাত্রী সম্পাদক পদে আছেন কাশফিয়া কাশেম ও রাজিয়া সুলতানা আনিকা।

আইন বিষয়ক সম্পাদক পদে আছেন মোরশেদ মাহমুদ নাঈম ও ইদ্রিস খান।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আছেন জেবা রাফিয়া শ্রাবণী, মিনহাজুল ইসলাম ও সাইদুল ইসলাম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন দিহান, জাহিদ ইসলাম, আনাস আহমেদ ও মোঃ হুবাইব।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী ১ বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

 
Electronic Paper