ঢাকা, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাবিপ্রবিতে নেপালি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স

হাবিপ্রবি প্রতিনিধি
🕐 ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

হাবিপ্রবিতে নেপালি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু নেপালি শিক্ষার্থীদের জন্য বড় একটি উদ্বেগের বিষয় হলো কতিপয় এজেন্ট। যারা ভর্তি প্রক্রিয়ার জন্য অনৈতিক এবং বেআইনিভাবে অতিরিক্ত ফি আদায় করে।

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীর জন্য সুষ্ঠু ও স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে। এখানে ৫০০ ডলারের ভর্তি ফি ছাড়া কোনো অতিরিক্ত ফি আদায় করা হয় না। একইভাবে, বাংলাদেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়েও রয়েছে একই নিয়ম।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, কিছু ভর্তি এজেন্ট ছাত্র এবং তাদের পরিবারের কাছে নানান ভাবে সুবিধা নেয়। ভর্তি প্রক্রিয়া সহজ করার জন্য তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এসব এজেন্ট। এটা শুধু অনৈতিকই নয় বেআইনিও। এই সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে দাবি করেছেন বিদেশী শিক্ষার্থীরা।

বিদেশি শিক্ষার্থীরা জানান, "আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা এবং সততা সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার মূল ভিত্তি হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় যেন নীতিগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে তা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে হাবিপ্রবির নেপালি ছাত্র কমিটি। আমরা এটা বলতে গর্ববোধ করছি যে, এসব এজেন্টদের মাধ্যমে সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের 10 লাখ 50 হাজার টাকা ফেরত নিতে সফল হয়েছি। আমরা আশা করি যে আমাদের প্রচেষ্টা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে অনুপ্রাণিত করবে এবং সকল শিক্ষার্থীর জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া তৈরির জন্য অনুরূপ পদক্ষেপ নেওয়া যায়। আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যে তাঁরা যেনো ভর্তি এজেন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।"

 
Electronic Paper