সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
আরিফ জাওয়াদ, ঢাবি
🕐 ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

রাজধানীর সায়েন্সল্যাবে এসি বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূর নবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নূর নবী ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ও বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ভাই আলী হোসেন বলেন, আমার ভাই নূরনবী আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার দড়িগাঁও এলাকায়।
এদিকে বিষয়টির সত্যতা করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
নিহতের সহপাঠি মাজহারুল ইসলাম জানান, ৫ মার্চ নুরনবী ক্লাস শেষে টিউশনি করতে বের হয়েছিলেন। সায়েন্সল্যাবের ওই ভবনের সামনে দিয়ে হেটে যাচ্ছিল তিনি। এ সময় ভবনে বিস্ফোরণে আহত হন।
এর আগে, গত ৫ মার্চ সকালে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় মাথায় ভারী বস্তু পড়ে নূর নবী গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়। ঘটনার দিনই তিনজন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আয়শা আক্তার আশা (২৬) ও জহুর আলী (৫২) মারা যান। সর্বশেষ মারা গেলেন নুরনবী। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
