ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেনিয়া-জিম্বাবুয়ের পথে বাংলাদেশ ক্রিকেট!

রুহুল মাহফুজ জয় সাংবাদিক
🕐 ৯:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৮০ থেকে ১৯৯৫ পর্যন্ত কোনো টেস্ট সিরিজ হারেনি। অর্থাৎ ১৫ বছর। সেই দলটিই এখন তলানিতে।

নব্বই দশক এবং ২ হাজারের শুরুর দিকে জিম্বাবুয়ে দলে ডেভ হটন, এডো ব্রান্ডেজ, কেভিন কারেন, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, পল স্ট্র্যাং, হিথ স্ট্রিক, অ্যালেস্টার ক্যাম্পবেল, মারে গুডউইন, নিল জনসন, গাই হুইটাল, হেনরি ওলোঙ্গা, ক্রেগ উইশার্ট, অ্যান্ডি ব্লিগনটের মতো ক্রিকেটার ছিলেন। দলটা সবখানে জিততে শিখে গিয়েছিল। এখন জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মতোই তলানিতে। সিঙ্গাপুরের কাছেও হারে।

আইসিসির পূর্ণ সদস্য না হয়েও কেনিয়া ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। কেনিয়া দলে মরিস উদুম্বে, স্টিভ টিকোলো, আসিফ করিম, মার্টিন সুজি, থমাস ওদোয়ো, কলিন্স ওবুইয়া, রবীন্দু শাহর মতন কার্যকরী এবং প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেই কেনিয়ার নামগন্ধও এখন নেই।

কারণ? ক্রিকেট বোর্ডের কর্তারা ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করতে পারেনি। রিমাইন্ড দ্য ফ্যাক্টস।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper