ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অনুষ্ঠান আছে মানুষ নেই

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০১৯

ঢাকা নামক এই রাজধানীতে আমাদের ধ্রুপদী সংস্কৃতিকে ঘিরে নানা সংগঠন আছে। আরও নতুন নতুন সংগঠন সৃষ্টি হয়ে চলেছে। ঢাকায় ভালো মানের বড় অনুষ্ঠান করার জন্য অডিটোরিয়াম আছে হাতেগোনা কয়েকটি-জাদুঘরে ২টা, শিল্পকলায় ২-৩টা, শিশু একাডেমী, নজরুল একাডেমি, পাবলিক লাইব্রেরিতে একটা... এছাড়া ছায়ানট, বিশ্বসাহিত্য কেন্দ্র, খেলাঘর...ইত্যাদি ছোট মাঝারি মিলিয়ে কয়েকটা।

এসব মিলনায়তনে সাপ্তাহিক ছুটির সব দিনগুলোতেই অনুষ্ঠান থাকে। আমার অত্যন্ত দুঃখজনক ও তিক্ত অভিজ্ঞতায় দেখেছি, আয়োজকদের অনেক ধরনের উদ্যোগ ও পরিশ্রম বিফলে যায় পর্যাপ্ত শ্রোতা দর্শকের অভাবে!

চারদিকে মানুষ গিজগিজ করছে অথচ এমন মানসম্পন্ন আর নান্দনিক প্রদর্শনীতে মানুষ আসছে না, কী এর কারণ? আমাদের সম্মিলিতভাবে ভাবা দরকার, দোষারোপ বা আত্মপক্ষ সমর্থন নয়, প্রয়োজন একেবারে মানসম্পন্ন গবেষণাধর্মী মতামত।

সেকেলে, গোঁড়া দৃষ্টিতে এসব দেখলে কোনো সুফল আসবে না... এই সময়ের সব কিছুকে বিবেচনায় রেখেই ভাবতে হবে মানুষ কেন সেভাবে আকর্ষণ বোধ করছে না!

জাকির হোসেন তপন
সংগীত শিল্পী

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper