ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মশা মারার নামে ফাতরামি

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০১৯

ঝাড়ু পদ্ধতিতে মশা মারার ১০ মিনিটের ভিডিওটি দেখে অনেকক্ষণ ধরে হাসছিলাম। বিশেষত ক্যামেরাম্যানদের দৃশ্যধারণের নির্দেশনা, ধূম্রকুণ্ডলী, কলাকুশলীদের অঙ্গভঙ্গি, নুরা ভাইয়ের চশমা ইত্যাদি দেখে না হেসে উপায় ছিল না। এখন আর হাসি আসে না বরং নাগরিক হিসেবে লজ্জা লাগছে।

নিজের অক্ষমতায় মন বিষণ্ন হয়ে উঠছে। মানুষের দুর্যোগের এই দিনে কিছু মানুষ এই ফাতরামিগুলো কীভাবে করতে পারে? কীভাবে এই মৃত্যু, হাহাকার ও কান্নাকে উপহাস করতে পারে? এদের গালে সপাটে দুইটা চড় লাগানোর ক্ষমতা আমাদের নেই।

সুযোগ পেলেই যাদের আমরা কসাই বলে গালি দিই, সেই ডাক্তাররা জীবন বাজি রেখে দিনরাত খেটে পরিস্থিতির মোকাবেলা করে যাচ্ছে আর আমাদের উপরওয়ালারা বলে বেড়াচ্ছেন, ‘গুজব ছড়ানো হচ্ছে’, ‘তেমন কিছু হয় নাই’, ‘ডেঙ্গু এখনো মহামারীতে পরিণত হয়নি’। এদের হিরহির করে টেনে নামানোর ক্ষমতা আমাদের নেই। জনগণের শেষ অস্ত্র ছিল ভোট, ওটাও হাতছাড়া। ফলে এসব ইতরামি, ফাতরামি ও নষ্টামি দেখতে দেখতেই হয়তো নিঃশেষ হয়ে যেতে হবে এই ভূখণ্ডের মানুষগুলোকে।

কুঙ্গ থাঙ
লেখক

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper