ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২৯ প্রেক্ষাগৃহে ‘দেবী’

বিনোদন প্রতিবেদক
🕐 ২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮

শুরুটা ছোট পরিসরেই করতে চাইছিলেন ‘দেবী’র প্রযোজক জয়া আহসান। সে হিসেবে এগিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও।

গতকাল নিশ্চিত হওয়া গেল আগামীকাল ছবিটি উঠছে দেশের মাত্র ২৯টি প্রেক্ষাগৃহে। জয়া জানালেন, ‘প্রথম সপ্তাহের জন্য আমরা ২৯টি হল ফিক্স করেছি। হল মালিকদের প্রচুর আগ্রহ থাকলেও শুরুতে আমরা সীমিত আকারেই শুরু করতে চাই। আমাদের বিশ্বাস, ক্রমশ ছবিটি গোটা বাংলাদেশে ছড়াতে পারব। তাই শুরুতেই তাড়াহুড়ো করতে চাইছি না।’
চূড়ান্ত হওয়া ২৯টি হলের মধ্যে রয়েছে দেশের বেশিরভাগ উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহ। এরমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স ছাড়াও রয়েছে ব্লকবাস্টার, বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল ও পুনম। ঢাকার বাইরে যশোরের মনিহার, চট্টগ্রামের আলমাসসহ দেশের বিভিন্ন জেলার আরও ২০টি প্রেক্ষাগৃহ।
এরমধ্যে আগামীকাল থেকে দেশের প্রধান সিনেমা-হাব বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘দেবী’ চলবে দিনে ১০টি করে শো! যা খানিকটা রেকর্ডও বটে।
সিনেপ্লেক্সটির জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এ পর্যন্ত তারা কোনো ছবি প্রথম দিন থেকে ১০টি করে শো চালু করেননি। তিনি বলেন, ‘‘এর আগে ‘আয়নাবাজি’ চালিয়েছি দিনে সর্বোচ্চ ১৩টি শো। তবে সেটা ছবিটি মুক্তির বেশ পরে। ‘দেবী’ মুক্তির আগেই এক মাস ধরে দর্শকদের যে প্রেসার পাচ্ছি, সেটা দেখে আমরা প্রথম দিন থেকেই ১০টি শো চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ধারণা এ সংখ্যা আরও বাড়বে। কারণ, টিকিটের বিষয়ে খুব চাপে আছি আমরা।’’

 
Electronic Paper