ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম’, মোদিকে ট্যাগ করে অভিনেতার মৃত্যু

খোলা কাগজ ডেস্ক
🕐 ২:১৪ অপরাহ্ণ, মে ১০, ২০২১

‘ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম’, মোদিকে ট্যাগ করে অভিনেতার মৃত্যু

‘ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম।’ করোনার বিরুদ্ধে যুদ্ধে কাবু হয়ে পড়েছিলেন অভিনেতা রাহুল বোহরা। শেষপর্যন্ত জিততে পারলেন না। রবিবার ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক ও নাট্যকার অরবিন্দ গৌর। ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় মুখ রাহুল বোহরা)। ফেসবুক, ইউটিউবে তাঁর অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবির গুণগ্রাহী বহু মানুষ। করোনা আক্রান্ত হওয়ার পর ভর্তি হন দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। বাঁচতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু পারলেন না!

‘মৃত্যুবার্তা’ আগাম বুঝতে পেরেছিলেন রাহুল। এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ট্যাগ করে রাহুল বোহরা লিখেছিলেন, ‘ভালো চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেতাম। শীঘ্রই জন্ম নেব। ভালো কাজ করব। দম ফুরিয়ে গিয়েছে।’

গত সপ্তাহে অক্সিজেনের আর্তি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রাহুল বোহরা। তিনি বলেছিলেন, ‘আমি কোভিড পজিটিভ। ৪ দিন ধরে হাসপাতালে ভর্তি। এখানে অক্সিজেন ফুরোচ্ছে। অক্সিজেন পাওয়া যাবে এমন হাসপাতালের শয্যা ফাঁকা আছে কি? অসহায় হয়ে পড়েছি। তাই পোস্ট করতে বাধ্য হলাম।’

করোনার যুদ্ধে হেরে গিয়েছেন রাহুল বোহরা, ফেসবুকে জানিয়েছেন অভিনেতার বন্ধু অরবিন্দ। তিনি লিখেছেন, ‘আমার প্রতিভাবান অভিনেতা রাহুল বোহরা আর নেই। গতকালই সে আমায় বলেছিল, চিকিৎসা পেলে বেঁচে যেতাম। গত সন্ধ্যায় তাঁকে দ্বারকার আয়ুষ্মানে পাঠানো হয়েছিল। কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। আমাদের ক্ষমা করো। আমরা দোষী। শেষ শ্রদ্ধার্ঘ।’

 
Electronic Paper