ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তপ্ত রোধে রাস্তায় হাতে হাতে খাবার তুলে দিলেন জ্যাকলিন

খোলা কাগজ ডেস্ক
🕐 ৭:৪১ অপরাহ্ণ, মে ০৭, ২০২১

তপ্ত রোধে রাস্তায় হাতে হাতে খাবার তুলে দিলেন জ্যাকলিন

শ্রীলঙ্কান সুন্দরীর মানবিক দিকটা অনেকের অজানা থাকতে পারে। তবে সাধ্যমতো সাহায্য করতে তিনি কখনও পিছপা হন না। এই ছবিটাও অনেকটা তাই। দুস্থদের মুখে খাবার তুলে দিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। গরমে মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে সকলের হাতে খাবার তুলে দিলেন অভিনেত্রী।

মুম্বাইয়ের পুলিশ কমিশনার ডি শিবানন্দনের তৈরি সংস্থা রোটি ব্যাঙ্ক প্রতিদিন খাবার তৈরি করে। প্রচুর মানুষ সেই খাবার খেয়ে লাঞ্চ সারেন। তাঁদের সঙ্গেই দিন কাটালেন অভিনেত্রী।

একেবারে খাবার তৈরি থেকেই রান্নাঘরে ঢুকে যান জ্যাকলিন। নিজেই তদারকি করেন। করোনার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি। তাই হাতে গ্লাবস পরেই শুরু করেন কাজ। সকলকে সেই উপদেশও দেন জ্যাকলিন। রান্নাঘরে ঢুকে শুধু তদারকি নয়, রান্নায় সাহায্যও করেন জ্যাকলিন। নিজেই খুন্তি দিয়ে খাবার তৈরি করেন। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি অভিনেত্রী।

সকলের মুখে খাবার তুলে দিয়ে খুশি তিনি। আর মুম্বাইবাসীর কাছেও তা উপরি পাওনা। একদিনে জ্যাকলিনের হাত থেকে খাবার পাওয়া অন্যদিকে সুন্দরী দর্শন।

 

 
Electronic Paper