ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইসিইউতে কবরী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ০৮, ২০২১

আইসিইউতে কবরী

করোনা আক্রান্ত বিশিষ্ট অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

তিনি বলেন, ‘ম্যাডামকে আইসিইউতে নেয়া হয়েছে। উনার অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। চিকিৎসকরা আইসিইউতে নিতে বললেও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি ছিল না। পরে দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’

এর আগে করোনা টেস্টে ফলাফল পজেটিভ এলে গত ৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হোন কবরী। সেখানে তাকে ২৪ ঘণ্টা আক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দেন ডাক্তাররা। সেভাবেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছিল। এর মধ্যে বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

১৯৬৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অনেক কালজয়ী সিনেমা উপহার দেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷

 

 
Electronic Paper