ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘মেকআপ’ সিনেমাটি অপ্রদর্শনযোগ্য: সেন্সর বোর্ড

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ০১, ২০২১

‘মেকআপ’ সিনেমাটি অপ্রদর্শনযোগ্য: সেন্সর বোর্ড

অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ চলচ্চিত্রটি জনসাধারণের মাঝে প্রদর্শনযোগ্য নয় বলে জানিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটির বিরুদ্ধে চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগ আনা হয়েছে। এতে ছবিটি দেশের কোনো প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া যাবে না।

বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বলেন, ‘জনসাধারণের মাঝে ছবিটি প্রদর্শনযোগ্য নয় বলে সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে প্রযোজক-পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে।’

চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রযোজক-পরিচালক আপিল করতে পারবেন বলে জানান তিনি।

এ বিষয়ে পরিচালক অনন্য মামুন বলেন, তিনি চিঠিটি পেয়েছেন। কিন্তু আপিল করবেন না। ছবিটি আবার নতুনভাবে সেন্সরের জন্য জমা দেবেন।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ।

 
Electronic Paper