ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এ টি এম শামসুজ্জামান সম্পর্কে যা বললেন ববিতা

বিনোদন ডেস্ক
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

এ টি এম শামসুজ্জামান সম্পর্কে যা বললেন ববিতা

বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান আজ সকালে মৃত্যু বরণ করেছেন। বাদ জোহর রাজধানীর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সূত্রাপুর কমিউনিটি সেন্টারে নেওয়া হবে। এরপর সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের অভিনয় জগতের শিল্পীদের মাঝে। দীর্ঘদিন তার সঙ্গে কাজ এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দেশের একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী ববিতা।

প্রতিবেদনটিতে ববিতা বলেছেন, ‘আমার বয়স তখন ১০ বা ১২। সুচন্দা আপা সবেমাত্র সিনেমায় কাজ শুরু করেছেন। আমরা সেসময় থাকতাম গেন্ডারিয়ায়। তখন থেকেই এ টি এম শামসুজ্জামান ভাইকে দেখি আমাদের বাসায় আসতে, সিনেমার শুটিংয়ে। সেই থেকে সম্পর্ক। তার সঙ্গে কত শত স্মৃতি। সেসব বলে শেষ করা যাবে না। তিনি যখন নারায়ণ ঘোষ মিতার ছবিতে কাজ করেন তখন সম্ভবত স্ক্রিপ্টও লিখতেন। আমি ভালো কাজ করলে ফোন করে প্রশংসা করতেন। কীভাবে অভিনয় করলে আরও ভালো হবে সেই উপদেশও দিতেন। এতো গুণী শিল্পী। অভিনয়টা ছিল তার রক্তেই। তাই যেকোনো চরিত্রে সহজেই মানিয়ে নিতে পারতেন।’

ববিতা বলেন, ‘নয়ন মনি, গোলাপী এখন ট্রেনে, ম্যাডাম ফুলি, লাঠিয়ালসহ অসংখ্য ছবিতে তার সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন, তখন আমরা তিন বোন হাসপাতালে প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছি। সবই আজ স্মৃতি।’

‘গোলাপী এখন ট্রেনে ছবিটাতে কাজ করার সময় কীভাবে বিড়ি টান দিতে হবে শিখিয়েছিলেন এ টি এম ভাই। তার একটা বড় গুন ছিল, কোনো দৃশ্যে অভিনয় করার কথা না থাকলেও তিনি শুটিং স্পটে থাকতেন। পুরো শুটিংয়ের সময় তিনি উপস্থিত থাকতেন। যাতে করে পুরো গল্পের সঙ্গেই তিনি থাকতে পারেন। এতটা ডেডিকেশন খুব কম শিল্পীরই থাকে’, যোগ করেন তিনি।

ববিতা আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেনো আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’

 

 
Electronic Paper