ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অস্কারজয়ী এ আর রহমানের মা আর নেই

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

অস্কারজয়ী এ আর রহমানের মা আর নেই

বহুবার সাক্ষাৎকারে মাকে নিয়ে আবেগী হতে দেখা গেছে অস্কারজয়ী সংগীত তারকা এ আর রহমানকে। তিনি এক সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন, মা-ই ছিলেন প্রথম ব্যক্তি যিনি অনুধাবন করেছিলেন তার সন্তান সংগীত জগতে অনেক উঁচুতে উঠবেন। সেই মাকে হারিয়ে ফেললেন তিনি চিরতরে। এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে কখন, কীভাবে করীমা বেগমের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এ আর রহমান আজ ২৮ ডিসেম্বর, সোমবার তার মায়ের একটি ছবি পোস্ট করেছেন এবং তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার মা।

চলতি বছরে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের মা।

রহমান এক সাক্ষাৎকারে তার মাকে নিয়ে বলেছিলেন, ‘সংগীত ছিলো আমার মায়ের খুব প্রিয়। সহজাত প্রবৃত্তিতে তিনি সংগীতকে হৃদয়ে ধারণ করেছিলেন। যেভাবে তিনি চিন্তা করেন এবং সিন্ধান্ত গ্রহণ করেন তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে।

আমার সংগীত জগতে আসার সিদ্ধান্তও তারই। মাত্র একাদশ শ্রেণিতেই তিনি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন, আর সংগীতের সঙ্গে সখ্যতা তৈরি করে দেন। এটা তারই দৃঢ় বিশ্বাস ছিল যে সংগীতই আমার প্রকৃত পথ। এখানে আমি সাফল্য পাবো।’

 

 
Electronic Paper