ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মৃত্যু নিয়ে কবিতা লিখলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
🕐 ৯:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

মৃত্যু নিয়ে কবিতা লিখলেন কঙ্গনা

কবিতা লিখলেন অভিনেত্রী। মৃত্যুর কথা লিখলেন। পাহাড়ের কথা লিখলেন। নদী ও সমদ্রের কথাও লিখলেন। শুধু তাই নয়, সেই কবিতা পাঠ করেও শোনালেন কঙ্গনা। একটা গোটা ভিডিও বানিয়ে পোস্ট করলেন ইনস্টাগ্রাম ও টুইটারে।

বরফে ভরা চারদিক। লাল রঙের জ্যাকেট পরে বরফে লুটোপুটি খাচ্ছেন কঙ্গনা। তার কোঁকড়া চুল ঝাঁপিয়ে পড়ছে। গোটা ভিডিওটাই স্লো মোশনে তোলা।

ক্যাপশনে লিখলেন, ‘সময় পেলে শুনবেন। কবিতা লিখেছি। নাম, 'রখ' (অর্থ- ছাই)। পাহাড় চড়তে চড়তে কবিতাটা মাথায় আসে’।

ভিডিওর ভয়েস ওভারে কঙ্গনার পাঠ। হিন্দি ভাষায় তার কবিতার ভাবার্থ করলে দাঁড়ায়, ‘মৃত্যুর পরে আমার ছাই গঙ্গায় ভাসিও না। সব নদীই সমুদ্রে গিয়ে মেশে। আর সমুদ্রের গভীরতাকে আমি ভয় পাই। আমি আকাশ ছুঁতে চাই। আমার ছাইগুলো এই পাহাড়ের বুকে ছড়িয়ে দিও। যাতে সূর্য উঠলে তাকে ছুঁতে পারি। চাঁদ উঠলে চাঁদের সঙ্গে কথা বলতে পারি’।

ভিডিওর সঙ্গে তার কবিতা পাঠ আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর শব্দ মিশিয়ে গোটা প্যাকেজটা বেশ পছন্দ হয়েছে ‘কঙ্গনা-টিম’-র। সে রকমই বোঝা গেল ইনস্টা-পাড়া ও টুইটার পাড়া ঘুরে এসে। খবর: আনন্দবাজার।

 
Electronic Paper