ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাগর জলে নীল শাড়িতে সাংসদ মিমি ‘সাগরিকা’

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

সাগর জলে নীল শাড়িতে সাংসদ মিমি ‘সাগরিকা’

সাগর জলে ‘স্নান’ করেননি। বসেননি উপল উপকূলেও। তবুও মিমি চক্রবর্তী মৌসুনি দ্বীপের জল ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সাগরিকা’!

তার নীল শাড়ির আঁচলে বাঁধা পড়েছে আকাশ আর অস্পষ্ট নীলচে জল। রোদচশমায় চোখ ঢেকে, গায়ে-পিঠে আঁচল জড়িয়ে জলকন্যার মতোই জল ভেঙেছেন তিনি।

দূরে দিকচক্রবালরেখা ছাড়িয়ে সূর্য তখন অনেকটাই উপরে। নরম রোদ গলে পড়েছে সাংসদ-তারকার গায়ে।

নিজের মিউজিক ভিডিওর শ্যুট করতে গিয়ে এ ভাবেই প্রকৃতির মধ্যে হারিয়ে গেলেন মিমি। একই সঙ্গে উপলব্ধি করলেন, ‘জীবন নদীর ঢেউয়ের মতোই সমুদ্র স্রোত। পার হওয়া সমান কষ্টের'। একই সঙ্গে বছরের ব্যস্ততার ক্লান্তি সরিয়ে নিমেষে তরতাজা তিনি।

মিমির এই কথায় সায় দিয়েছেন নেটাগরিকেরাও।

বছর শেষে লিখে ফেললেন সরল এক প্রেমকাব্য সাগরের কাছে। গেয়ে উঠলেন রবীন্দ্রনাথের গান, ‘তোমার খোলা হাওয়া’। বড়দিনে ভক্তদের হঠাৎ রবীন্দ্রনাথ উপহার দিলেন কেন? উত্তরে মিমি বললেন, ‘‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গান আমার খুব প্রিয়। আর এই কুৎসিত বছর চলে যাচ্ছে। নতুন বছরকে আহ্বান করার জন্য এর চেয়ে ভাল গান আর নেই। এই গানে মুক্তির কথা বলা আছে।’’ খবর: আনন্দবাজার।

 
Electronic Paper