ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিনেমায় ফিরছেন ফারিন

বিনোদন প্রতিবেদক
🕐 ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

২০১৭ সালে ‘ধ্যাৎতেরিকি’ সিনেমায় অভিনয় করে রূপালি পর্দায় অভিষেক হয় হুমায়রা ফারিন খানের। ছবিটিতে তিনি চিত্রনায়ক রোশানের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি খুব একটা ব্যবসায়িক সাফল্য পায়নি। তবে নতুন মুখ হিসেবে আলোচনায় ছিলেন ফারিন। কিন্তু প্রত্যাশা জাগিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন তিনি। কয়েকটি ছবিতে তার নাম অভিনয়ের কথা শোনা গেলেও সেগুলো আর সত্যি হয়নি। গুঞ্জন উঠেছিল বিয়ে করে শোবিজ ছেড়েছেন তিনি। তবে সেই গুঞ্জনেরও কোনো সত্যতা মেলেনি। প্রায় তিন বছর পর আবারও নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন ‘ধ্যাৎতেরিকি’খ্যাত এই চিত্রনায়িকা।

জানা গেছে, পারিবারিক ও পড়াশোনার কারণে নিজেকে সিনেমা থেকে সরিয়ে রেখেছেন ফারিন। সেই বিরতি কাটিয়ে তিনি আবারও ফিরছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। এমনটিই জানিয়েছেন ফারিন।

তিনি বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় পা রেখেছিলাম। যাত্রাটা বেশ জমকালো ছিল। কিন্তু পড়াশোনার জন্য পরিকল্পনাটা এলোমেলো হয়ে গেল। বাধ্য হয়ে বিরতি নিতে হয়েছে। পড়াশোনার ঝামেলা চুকিয়েছি। সেই ফাঁকে নিজের অভিনয়ের উন্নতির জন্য কিছু কাজ করেছি। এবার নতুন করে শুরু করতে চাইছি।’

ফারিন আরও বলেন, ‘চলচ্চিত্রে যখন পা রাখি তখন আমি ছোট ছিলাম। মিডিয়া সম্পর্কে তেমন কিছুই বুঝতাম না। জাজ মাল্টিমিডিয়াই সবকিছু করেছে। পড়াশোনা শেষ করার জন্যই বিরতিতে ছিলাম। এখন থেকে আবার নিয়মিত হব।’

নতুন সিনেমা প্রসঙ্গে এই নায়িকা বলেন- ‘নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছি। কিন্তু এখনই নাম বলতে চাচ্ছি না। তবে সিনেমার পরিচালক ও প্রযোজক নতুন। আমি চাচ্ছি, অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করব।’

এরই মধ্যে বেশ কিছু ফটোশুটে অংশ নিয়েছেন ফারিন। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্যও চূড়ান্ত হয়েছেন।

ফারিন বললেন, ‘একটি নতুন প্রোডাকশনে হাউজের সঙ্গে কাজ করতে যাচ্ছি। তাদের এখন পর্যন্ত যা পরিকল্পনা তাতে প্রত্যাশা করছি ভালো কিছু হবে। আগামী বছরের জানুয়ারিতেই এর শুটিং শুরু হবে।’

শিগগিরই ছবির নামসহ এর পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের নাম প্রকাশ করা হবে বলে জানালেন ফারিন খান।

সাভারের মেয়ে ফারিন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন ফারিন।

 
Electronic Paper