ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছন্দা এবার নির্মাতার ভূমিকায়

বিনোদন প্রতিবেদক
🕐 ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ০৩, ২০২০

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। অভিনয়ে তার লম্বা ক্যারিয়ার। সু-অভিনেত্রী হিসেবে রয়েছে যথেষ্ট প্রশংসা।

এবার তিনি আসছেন নতুন পরিচয়ে। নাম লেখাচ্ছেন নির্মাতার খাতায়। তাও আবার বঙ্গবন্ধুকে ঘিরে তৈরি বিশেষ নির্মাণের মধ্য দিয়ে। জানালেন ছন্দা নিজেই। ১৫ আগস্ট, জাতীয় শোকদিবস উপলক্ষে নির্মিতব্য এই নাটকের নাম ‘জোছনা’। নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে।

নাটকটি পরিচালনার পাশাপাশি নাম ভূমিকায়ও অভিনয়ও করবেন ছন্দা। শোয়েব চৌধুরীর গল্পে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফেরারী ফরহাদ।

এ প্রসঙ্গে গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রয়াসে ক্রাউন এন্টারটেইনমেন্ট থেকে আমাকে নির্মাণের প্রস্তাব দেয়। প্রথমে অবাক হই। বিষয়টি ভীষণভাবে আমাকে নাড়া দেয়। কারণ, এমন একটি দিবসের কাজের প্রস্তাব পেয়েছি, যা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। এ জন্যই কোনও কিছু না ভেবেই রাজি হয়ে যাই। এর আগেও নির্মাণের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু আগ্রহ করিনি।’

ছন্দা আরও বলেন, ‘অনেক বছর ধরেই তো অভিনয় করছি, কিন্তু কখনো পরিচালনায আসার কথাটা সেভাবে ভাবিনি। ভালো একটা প্রস্তাব পেয়েছি বলেই কাজটি করছি।’ নাটকটির শুটিং শিগগিরই শুরু করবেন বলে জানান। এখন চলছে শিল্পী নির্বাচনের কাজ।

ছন্দা জানান, তার নাটকটি ছাড়াও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে টেলিভিশন চ্যানেলের জন্য প্রায় ডজন খানেক নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্রাউন এন্টারটেইনমেন্ট। গোলাম ফরিদা ছন্দা ছাড়াও নাটকগুলো নির্মাণ করবেন গোলাম সোহরাব দোদুল, ফরিদুল হাসান, শামীম জামান, দেবাশীষ বিশ্বাস, আদিবাসী মিজান, তাজু কামরুল, মোস্তাাফিজুর রহমান মানিক, সুজিদ বিশ্বাস, বন্ধন বিশ্বাস, আবু হায়াৎ মাহমুদ ও সুমন ধর।

 
Electronic Paper