ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লম্বা চুলে গায়েন চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক
🕐 ১:৪৮ অপরাহ্ণ, জুলাই ০২, ২০২০

গ্রাম থেকে গ্রামে পালা গান করে ছুটেন লম্বা চুল ওয়ালা ভাদু। আর সেই ভাদুর গানে রাতের ঘুম হারান সুন্দরী জরিনার। স্বামী, সংসার সব ছেড়ে জরিনা হাত ধরেন গায়েনের।

কিন্তু গান পাগল ভাদু সবসময় গান বাঁধা আর গান গাওয়া নিয়ে এতই মগ্ন থাকতেন যে প্রিয়তমর প্রতি নজর দেওয়ার ফুসরতই নেই তার। যে গান আর গানের মানুষকে ভালোবেসে জরিনা ঘর ছেড়েছিলেন অল্পদিনের মধ্যেই এবার সেই গানকে তার ‘সতীনের’ মতো মনে হতে থাকে। 

ঘটনা প্রবাহে একদিন জরিনা অভিশানে আত্মহত্যা করেন। আর সেই থেকে ভাদু গায়েন আর কোনোদিন গান করেনি। আসরে ওঠেনি। স্মৃতির অন্তরারে একাকী নিভৃত জীবন বেছে নেয়। বার্ধক্য ভর করে তাকে। হঠাৎ একদিন ঘটে যায় একটি মর্মস্পর্শী ঘটনা...।

এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘সুর সতীন’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। টেলিছবিটিতে ভাদু গায়েন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং জরিনা চরিত্রে মেহজাবিন চৌধুরী। আরো অভিনয় করেছেন আল মনসুর ও ডলি জহুরসহ অনেকে।

 
Electronic Paper