ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সত্যজিত দিয়ে গেছেন অনেক

বিনোদন ডেস্ক
🕐 ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা ভাষার চলচ্চিত্রকারদের একজন হচ্ছেন সত্যজিৎ রায়। চলচ্চিত্র দিয়ে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন বাংলা ভাষার চলচ্চিত্রকে। ২৩ এপ্রিল ছিল ১৯৯২ সালে মারা যান এই প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। সত্যজিতের প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছেন অভিনেত্রী জয়া আহসান। যিনি বাংলাদেশ ও কলকাতায় সমান তালে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।

জয়া তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে লিখেছেন, সত্যজিৎ চলে গিয়েছিলেন এই দিনে। কিন্তু শূন্য করে যাননি, ভরিয়ে দিয়ে গিয়েছিলেন। চলচ্চিত্রে কিছু নেই, এর ভারতবর্ষে প্রথম ছবিতেই চমকে দিয়েছিলেন পৃথিবীকে। আর আমাদের দিয়ে গেলেন দেখবার মতো এমন এক চোখ, যা দিয়ে নিজের দিকে, নিজেদের দিকে ফিরে ফিরে তাকাই আমরা। প্রতিবার নতুন আবিষ্কার।

 
Electronic Paper