ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হুমায়ূনকে মিস করছেন শাওন

বিনোদন প্রতিবেদক
🕐 ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

করোনা ভাইরাসে গোটা দুনিয়ায় নেমে এসেছে একটা ভূতুড়ে পরিবেশ। সবাই ঘরবন্দি। নিঃসঙ্গ জীবন কাটছে অনেকের। তাদের একজন হলেন শাওন।

‘মিউজিক ফর পিস-এফবি লাইভ’ অনুষ্ঠানে তেমনি অনুভূতি প্রকাশ পেয়েছে মেহের আফরোজ শাওনে। দুই সন্তানকে নিয়ে দিব্যি সময় কাটিয়ে দিচ্ছেন। নিষাদ ও নিনিতকে পিয়ানো শেখানোর পরিকল্পনা করছেন।

শাওন বলেন, ‘নিজেকে সময় দেওয়ার পাশাপাশি আমি আমার দুই সন্তানকে সময় দিচ্ছি। বড় ছেলে নিষাদের হাতে তার বাবার (হুমায়ূন আহমদের) বইগুলো তুলে দিচ্ছি। ছোট ছেলেকে বাংলা শেখাচ্ছি। আমার মনে হয় এখনই সময় শিশুদের আরও বেশি মানবিক করে তোলার। আমি তাদের খাবার অপচয় না করতে পরামর্শ দিচ্ছি। এখন তারা বাড়তি খাবার নেয় না। প্রতিদিনই কিছু খাবার ছাদে গিয়ে কাককে খাওয়ায়। কিংবা বাড়তি খাবারগুলো দারওয়ানের মাধ্যমে বাইরের ভ্রাম্যমাণ অসহায় প্রাণীদের জন্য পৌঁছে যায়।’

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের গান ‘সোয়াচান পাখি’ গানটি পরিবেশন করেন শাওন।

করোনার এই সময় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ নিয়ে কথা উঠতেই শাওন কিছুটা আবেগী হয়ে যান।  তিনি বলেন, ‘এটা ঠিক হুমায়ূন থাকলে অনেক কথা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন। যেটা আমরা বলবার চেষ্টা করছি, সরকার প্রধান থেকে স্বাস্থ্য অধিদফতর পর্যন্ত যে কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছেন সেগুলো খুব সাধারণভাবে পৌঁছে দিতে পারতেন।’

প্রাথমিক শিক্ষার বিস্তারে হুমায়ূন আহমেদ রচিত কুদ্দুস বয়াতির কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া ‘এই দিন দিন নয়’ গানটির কথা স্মরণ করেন শাওন আরও বলেন, ‘সাধারণ কিছু অভ্যাস বদলালে বা রপ্ত করতে পারলেই যে আমরা করোনার মতো এরকম একটা মহামারি থেকে নিজেকে রক্ষা করতে পারি এটা হয়তো উনি ছড়িয়ে দিতে পারতেন তার কলামে, গানে বা নির্মাণে। সে দায়িত্বটা এখন তার ভক্তদের। হুমায়ূনের মতো করে না হোক তারা তাদের ভালোবাসার শক্তিটাই যেন কাজে লাগান।’

 

 
Electronic Paper