ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবসরের ইঙ্গিত কোহলির

ক্রীড়া ডেস্ক
🕐 ২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ০৪, ২০২০

ব্যাট হাতে রাজত্বটা যেন কিছুটা কমে গেছে। প্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে ব্যাটসমান কোহলিতে। তাঁকে ঘিরে সাবেকদের নানা সমালোচনা। দৃষ্টিশক্তি নাকি কমে গেছে কোহলির! সাবেক অধিনায়ক কপিল দেব তেমনিই কথা শোনালেন। নিউজিল্যান্ড ট্যুরে যাচ্ছে-তাই ব্যাটিং ছিলো কোহলির। যার ব্যাটে ছিলো রানের স্বর্গ তিনিই কিনা তিন সংস্করণ মিলে ১১ ইনিংস খেলে ফিফটি করেছিলেন মাত্র একটি। বয়সের সঙ্গে সব কিছু বদলে যায়। ৩১ বছর বয়সী কোহলিতেও ব্যতিক্রম নয়।

আর তাই তিন সংস্করণের যে কোন একটি থেকে সরে যাওয়ার আভাস দিয়েছেন কোহলি। বৃহস্পতিবার ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

কোহলি জানিয়েছেন, ‘সত্যিকার অর্থে আমার বিশ্রামের প্রয়োজন। গত দুই-তিন বছরে আমাকে অনেক খেলতে হয়েছে। যখনই পেরেছি বিশ্রাম নিয়েছি। হয়তো এখানে একটি ওয়ানডে সিরিজ, তারপর কোনো টি-টোয়েন্টি সিরিজ। আমি টেস্ট ক্রিকেটটা মিস করতে চাই না।’

কোহলি আরও বলেছেন, ‘কিছু টি-টোয়েন্টি ম্যাচ ছিল যখন আমার মনে হয়েছে এর কোনো মানে হয় না। আমি সংবাদ সম্মেলনেও এ নিয়ে বলেছি। আমি বলেছি এমন ম্যাচ খেলা ঠিক না, যার জন্য আপনি কোনো অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন না। আমি এভাবে খেলা পছন্দ করি না।’

এভাবে ব্যস্ত ক্রিকেট সূচিটাও বিরক্তকর, ‘নয় বছর ধরে এক টানা তিন ফরম্যাটে খেলে যাচ্ছি, আইপিএল তো আছেই। ছয় বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করছি। বিষয়টি এত সহজ নয়।’

তবে এখনি অসবর নয়। ওয়ানডে বিশ^কাপের পরেই তিনি নিতে যাচ্ছে সিদ্ধান্ত, ‘আগামী বিশ্বকাপ পর্যন্ত দুই-তিন বছরের জন্য একটা সময় বেঁধে দিয়েছি। তত দিন আমার সর্বোচ্চটাই দেব। এরপর কী অবস্থা, কোন ফরম্যাট, এসব নিয়ে চিন্তা করব।’

 
Electronic Paper