ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিল্পকলার ভিন্নধর্মী আয়োজন

বিনোদন ডেস্ক
🕐 ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশে অবস্থানরত বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দারুণ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের শুরুতে সকল শিল্পীরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বাংলাদেশে অবস্থানরত বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী। এরপর রাত ৮টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন দেশের নাগরিকরা। অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থান করা অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেপাল, মালদ্বীপ, স্পেন ও কনফুসিয়াস ইনস্টিটিউট, চায়না, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কোরিয়ার শিল্পীরা অংশ নেন।

 
Electronic Paper