ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেব-রুক্মিণীর ‘কিশমিশ’

বিনোদন প্রতিবেদক
🕐 ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

আশির দশক, ২০০০ সাল এবং বর্তমান- এই তিনটি সময়কে ভিত্তি করে আলাদা তিনটি গল্পকে একত্রে সিনেমায় দেখাতে চলেছেন কলকাতার নবাগত পরিচালক রাহুল মুখার্জি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দেব এবং তার বিপরীতে রয়েছেন রুক্মিণীর। রোমান্টিক-কমেডি ঘরনার সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিশমিশ’।

 

সিনেমাটি প্রসঙ্গে দেব বলেন, এটি অন্য রকম এক প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে। বর্তমান প্রজন্ম প্রেমকে কী ভাবে দেখে, তাদের বাবা-মায়েরাই বা কী ভাবেন, সে যোগসূত্র রেখেই সিনেমাটির কাহিনি। তিনি আরও জানান, রাজনীতিবিদ, পরিবারের কর্তা এবং এখনকার এক কার্টুনিস্ট যুবক-এই তিনিটি আলাদা চরিত্রে হাজির হবেন। বলা যায় ছক থেকে বেরিয়ে এবার একটি ভিন্নভাবে হাজির হতে যাচ্ছেন ‘পাসওয়ার্ড’খ্যাত এই অভিনেতা।

রুক্মিণীর জানান, সিনেমাটিতে অভিনয় করার জন্য রাহুল মুখার্জি তাকে ২০১৫ সালে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন অভিনয় আসা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। তবে এত বছর পর হলেও সিনেমাটি তিনি করছেন।

পরিচালক হিসেবে এখনও অভিষেক না হলেও রাহুল মুখার্জি এর আগে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে নিয়ে ‘আমি সায়রাবানু’ তৈরি করেছিলেন।

 
Electronic Paper