ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বর্ণপদক পাচ্ছেন ড. ফরিদা জামান

বিনোদন প্রতিবেদক
🕐 ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

দেশ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছর একজন বিশিষ্ট চারুশিল্পীকে সুলতান স্বর্ণপদক দেওয়া হয়।

 

প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২০ সালে এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কাল সোমবার সুলতানের কর্ম ও জীবনের উপর আলোচনা ও সুলতান স্বর্ণপদক দেওয়া হয়।

এবার বাংলাদেশ সুলতান স্বর্ণ পদক ২০২০ পেয়েছেন অধ্যাপক ড. ফরিদা জামান। পদকপ্রাপ্ত শিল্পীকে সোমবার বিকেল ৫টায় নড়াইল সুলতান মঞ্চে পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের দুই সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মাশরাফি বিন মর্তুজা।

বিগত বছরগুলোতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ‘সুলতান স্বর্ণপদক’ যারা পেয়েছে তারা হচ্ছেন- শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মর্তুজা বশীর, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, মাহমুদুল হক, আব্দুস শাকুর শাহ্, আবুল বারাক আলভী, সমরজিৎ রায় চৌধুরী, আবু তাহের, হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কালিদাস কর্মকার, আব্দুল মান্নান, হাশেম খান, ফেরদৌসী প্রিয়ভাষিণী ও মুস্তফা মনোয়ার।

 
Electronic Paper