ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিউইয়র্কে ‘জলঘড়ি’

বিনোদন প্রতিবেদক
🕐 ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

নিউইয়র্কের ‘দ্য বিবপ চ্যানেল কনটেন্ট ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘জলঘড়ি’। চলতি বছরের জুনে চারদিনব্যাপী চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। খবরটি নিশ্চিত করেছেন ‘জলঘড়ি’র পরিচালক আসাদ জামান। এর আগে ছবিটি ইতালির ‘ফিওরেন্সো সেররা চলচ্চিত্র উৎসব ২০১৯’ ও ইংল্যান্ডের ‘লিফট অব ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’-এ অংশ নিয়েছিল।

‘জলঘড়ি’র গল্প প্রসঙ্গে আসাদ বলেন, ‘এই শহরের কিছু মানুষের জীবনে ৩১ ডিসেম্বর রাতে সময়ের বিবর্তনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমূল পাল্টে দেয় তাদের জীবন। পরস্পরের সঙ্গে যোগাযোগহীন মানুষগুলো দাঁড়িয়ে যায় একই কাতারে, জড়িয়ে যায় একজন আরেকজনের গল্পে, একজন আরেকজনের জীবনের স্রোতে। এই স্রোতে ভেসে যায় তাদের পারস্পরিক সম্পর্ক, উঠে আসে লোভ-লালসা, স্বপ্ন আর থার্টি ফাস্ট নাইটের উৎসবের আবহ, রাষ্ট্র আর সমাজ ব্যবস্থায় এই প্রভাব আর একে ঘিরে আমাদের হিপোক্রেসির লাগামহীনতা।’

‘জলঘড়ি’র শুটিং শেষ হয়েছে বেশ আগে। শুটিং হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, জয়িতা মহলানবিশ, রিমন সরকার। ছবিটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। ‘জলঘড়ি’র নির্মাতা আসাদ জামান ঢাকা অ্যাটাক, জান্নাত, আনন্দ অশ্রু, ঢাকা ২০৪০, কবি, ক্যাসিনোসহ বেশ কিছু সিনেমার চিত্রনাট্যকার।

 
Electronic Paper