ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হ‌ুমায়ূন স্মরণে নুহাশপল্লীর আয়োজন

বিনোদন ডেস্ক
🕐 ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

হিমু, মিসির আলী বা শুভ্র‘র স্রষ্টা নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ষষ্ঠ প্রয়াণ দিবস আগামীকাল ১৯ জুলাই। ২০১২ সালের এইদিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। আকাশচুম্বী জনপ্রিয় এ লেখকের মৃত্যুতে সেদিন পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছিল।

তাঁর লক্ষ-কোটি ভক্তদের অন্তর আজো সে শোক ধারণ করছে। তাঁর নিজ হাতে গড়ে তোলা মমতার চাদরে ঢাকা নুহাশপল্লীর লিচু-তলায় তিনি চিরশায়িত আছেন।
প্রতিবছরের মতো ষষ্ঠ প্রয়াণ দিবসেও রয়েছে কিছু আয়োজন। এবারও নুহাশপল্লীর আশেপাশের এতিমখানায় তাঁর স্মরণে কোরআন খতম দেওয়া হবে। সারাদিন কোরআন তিলওয়াত আর দোয়া-মাহফিলে নুহাশপল্লীতে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, হুমায়ুন পুত্র-কন্যাসহ হ‌ুমায়ূন পরিবারের সবাই।  এইদিন উপস্থিত থেকে তারা দোয়া-মাহফিলে শরীক হবেন, শ্রদ্ধা জানাবেন লেখকের প্রতি।
এইদিন আশেপাশের এতিম শিশুদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেন নুহাশপল্লীর ব্যবস্থাপক ইব্রাহিম জুয়েল। তিনি বলেন, ‘সারাদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া-মাহফিল, এতিম ভোজ প্রভৃতি।’
১৯৭৩ সালে হুমায়ূন আহমেদ বিয়ে করেন প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর নাতনি গুলতেকিন খানকে। হুমায়ূন এবং গুলতেকিন দম্পতির চার ছেলে-মেয়ে। তিন মেয়ে নোভা, শিলা ও বিপাশা আহমেদ এবং ছেলে নুহাশ হুমায়ূন। তাদের ৩২ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০০৫ সালে। এরপর হুমায়ূন আহমেদ বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। এ দম্পতির দুই ছেলে- নিষাদ ও নিনিত হুমায়ূন।

 
Electronic Paper