ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলাদেশকে তুলে ধরেছেন শিলা

বিনোদন ডেস্ক
🕐 ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৯

চলছে বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০১৯। বিভিন্ন লড়াই আর পর্বে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রতিযোগীরা।

আয়োজনে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা। এবার তাদের মঞ্চে নিজের দেশকে উপস্থাপন করতে ব্যতিক্রমী এক পোশাকে পরেছেন তিনি।

‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ নামের এই পর্বে শিলার পরণে ছিল লাল জামদানি ও বাংলাদেশি গহনা। আর মাথায় তিনি ব্যবহার করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশার হুড!

এমন সাজ প্রসঙ্গে শিলা বলেন,‘এই পর্বে র‌্যাম্প আয়োজনটি হয়েছে নিজের দেশ ও সংস্কৃতি তুলে ধরার জন্য। এখানে আমি আমাদের ঐতিহ্য জামদানি শাড়ি ও গহনা পরেছি। এগুলো দ্বারা কখনও পরিবেশ দূষিত হয় না। আর আমাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে রিকশার হুড ব্যবহার করেছি।

যেখানে আছে আমাদের ৪০০ বছরের বাঙালির ইতিহাস, সম্রাট আকবরের পঞ্জিকার ইতিহাস, পহেলা বৈশাখ, রয়েল বেঙ্গল টাইগার ও আমাদের সংস্কৃতির নানা শক্তি।

 
Electronic Paper