ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রিয়াঙ্কার নতুন সাফল্য

বিনোদন ডেস্ক
🕐 ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৯

শিশুদের অধিকার নিয়ে ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে অনেক দিন থেকেই কাজ করছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আর এর জন্য এবার ইউনিসেফ থেকে তাকে দেওয়া হলো বিশেষ সম্মান। সম্প্রতি ইউনিসেফের পঞ্চদশ বার্ষিক স্নোফ্লেক বলে ‘ড্যানি কেই হিউম্যানিটারিয়ান সম্মান’-এ ভূষিত করা হয় তাকে। এই সম্মান পেয়ে অভিভূত প্রিয়াঙ্কা চোপড়া।

টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ইউনিসেফের হয়ে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, একসময় তাদের দেখে আমি বিস্মিত হতাম। এখন আমিও তাদের একজন, ভাবতেই ভালো লাগছে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আপনাদের ধন্যবাদ।’

১৩ বছর ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফের এই সম্মান পাওয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান স্বামী নিক জোনাস। তিনি লিখেছেন, ‘প্রতিদিন তুমি আমাকে অনুপ্রেরণা দাও। তোমাকে অনেক শুভেচ্ছা।’

এদিকে আইএমডিবি এবার ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের অভিনয়শিল্পীদের ব্যাপারে দর্শক, পাঠক ও ভক্তদের আগ্রহের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে শীর্ষে আছেন প্রিয়াঙ্কা। এই তালিকায় সেরা দশে দ্বিতীয় স্থানে আছেন দিশা পাটানি, তৃতীয় হৃত্বিক রোশান, চতুর্থ কিয়ারা আদভানি, পঞ্চম অক্ষয় কুমার, ষষ্ঠ সালমান খান, সপ্তম আলিয়া ভাট, অষ্টম ক্যাটরিনা কাইফ, নবম রাকুল প্রীত সিং আর দশম সবিতা ধুলিপালা।

 
Electronic Paper