ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভালো কিছু তৈরিতে সময় লাগে: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
🕐 ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৯

চলতি বছরের প্রথম ভাগে শুরু হয় বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং। বছর শেষেও তা শেষ হয়নি। বর্তমানে ভারতের হিমাচল প্রদেশের মানালিতে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ চলছে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে মানালিতে শুটিং করছেন অমিতাভ বচ্চন। লম্বা সময় ধরে চলছে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং। তবে এটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখ পিছিয়েছে বহুবার।

অবশেষে ২০২০ সালের গ্রীষ্মে নাকি অয়ন মুখার্জির বিজ্ঞান কল্পকাহিনী ট্রিলজির প্রথম ভাগ মুক্তি পাবে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আলিয়া ভাট বলেন, ‘এটি (ব্রহ্মাস্ত্র) একেবারে ভিন্ন ধরনের সিনেমা, আর ভালো জিনিস তৈরিতে সময় লাগে। স্বপ্ন ও সাধনা লাগে। সিনেমাটি প্রযোজনার করছে ধর্ম প্রোডাকশন। এরই মধ্যে বুলগেরিয়া, নিউইয়র্ক ও মুম্বাইয়ে এটির শুটিং হয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’র বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আরও রয়েছেন- নাগারজুনা, মৌনি রায় ও ডিম্পল কপাডিয়াস প্রমুখ।

 
Electronic Paper