ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাড়পত্র পেল ‘মায়া দ্য লস্ট মাদার’

বিনোদন প্রতিবেদক
🕐 ৭:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০১৯

মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’ মুক্তির জন্য একেবারেই প্রস্তুত। কারণ এটি ৩ ডিসেম্বর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নির্মাতা নিশ্চিত করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।

তিনি বলেন, ‘মায়া, দ্য লস্ট মাদার’-এর গল্পটা দারুণ। গ্রামের একজন সংগ্রামী নারীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে এতে। ছবির প্রধান চরিত্রে দর্শক আমাকে দেখবেন।

আর চরিত্রের কথা যদি বলি, এটা বেশ চ্যালেঞ্জিং ছিল।’ ছবির শুটিং শুরু হয় চলতি বছর ২০ ফেব্রুয়ারি। চলতি ডিসেম্বরেই এটি মুক্তির কথা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি।

এতে জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ।

 
Electronic Paper