ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বার্তা দিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
🕐 ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

উদ্বোধনী আসরের সামান্য ফাঁকটুকু ভরে গেল সমাপ্তি অনুষ্ঠানে। যখন ভিডিও-উপস্থিতিটুকুতেই তার মনের ঘরে কলকাতার বসত বরাবরের মতো মেলে ধরলেন অমিতাভ বচ্চন। বাঙালির একটি অতি প্রিয় ঘরোয়া প্রবচনও বদলে দিয়েছেন বলিউডের দীর্ঘতম ব্যক্তিত্বটি।

গোটা গোটা স্পষ্ট উচ্চারণে অমিতাভ বলেছেন, ‘তাই তাই তাই, দিদির বাড়ি যাই/ দিদির বাড়ি ভারী মজা, কিল-চড় নাই’! তখন উচ্ছ্বাসে ভাসছে শুক্রবার বিকেলের নজরুল মঞ্চ। লাজুক হাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কিফ) আদতে বাংলার মুখ্যমন্ত্রী ও তার সরকারি দলবলের সাংগঠনিক কুশলতা তুলে ধরার একটা মঞ্চ হয়ে উঠেছে, অমিতাভের মন্তব্যে যেন তাতেই সিলমোহর পড়ল।

অমিতাভের ভিডিও-বক্তৃতাটি ছিল, ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের শুরুর পর্বের উজান-ঠেলার কৃতী মেয়ে বা পূর্বনারীদের নিয়ে।

সমাপ্তি অনুষ্ঠানের পুরোভাগেও শাবানা আজমি ও বিশ্ব চলচ্চিত্রের চারুলতা মাধবী মুখোপাধ্যায়। কিফ-এর প্রতিযোগিতায় সেরার স্বীকৃতিজয়ী ছবিগুলোকে সুদৃশ্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি দেওয়ার মুহূর্তে মাধবী বলে ওঠেন, ‘মমতা নিজেই তো একজন সোনার বাঘ! বাঘিনীর মতোই আমাদের সব দিক দিয়ে ভালো রেখেছেন, এগিয়ে নিয়ে চলেছেন।’

 
Electronic Paper