ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘মায়া দ্য লস্ট মাদার’ অভিযোগ খণ্ডন

বিনোদন প্রতিবেদক
🕐 ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার টিজার রিলিজ হলো গত ৩ নভেম্বর। এরই মধ্যে বেশ প্রশংসায় ভাসছেন চলচ্চিত্রটির নির্মাতা ড. মাসুদ পথিক। কিন্তু তার বিরুদ্ধে গত ৭ নভেম্বর নুপুর হুসাইন রানী নামের এক এক্সট্রা অভিনেত্রী প্রতারণার অভিযোগ এনে হাতিরঝিল থানায় জিডি করেছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ব্রাত্য চলচ্চিত্র।

এ প্রসঙ্গে ব্রাত্য চলচ্চিত্রের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই চলচ্চিত্রের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে মিডিয়াকে জানাতে চাই মিথ্যে অভিযোগকারী এক্সট্রা অভিনেত্রীর সঙ্গে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের এ সংক্রান্ত (চলচ্চিত্রে নির্দিষ্ট চরিত্র বা কোথায় কোনখানে কত টুকু, কীভাবে তাকে দেখানো হবে, নাম রাখা হবে কিনা) এ বিষয়ক কোনো চুক্তিপত্র হয়নি। তাকে কেবল পাকিস্তানিদের ক্যাম্পে বীরাঙ্গনার ধর্ষণের দৃশ্যে ও শিল্পী শাহাবুদ্দিন স্যারের ‘ওমেন’ শিল্পকর্মের ছবি দেখিয়ে হাত বাঁধা দৃশ্যটা করতে বলা হয়েছে এবং সেও তাই করেছে অন্যান্য এক্সট্রা অভিনেত্রীর মতো। ক্যাম্পে বীরাঙ্গনার নির্যাতনের দৃশ্যে অভিনয় করতে আসা অন্য সব এক্সট্রা অভিনেত্রীও অভিনয় করেছে নিজেদের দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে যা উক্ত এক্সট্রা অভিনেত্রীও করেছে। উক্ত এক্সট্রা অভিনেত্রী তার জিডি ও বিভিন্ন পত্রিকার নিউজে অভিযোগ করেছেন, টিজারে তার বডির নিচের অংশ দেখিয়ে উপরের অংশে অন্যের ছবি জুড়ে দিয়েছেন পরিচালক। এক্ষেত্রে আপনারা আবার টিজারটি দেখুন। দেখবেন সেখানে হাত বাঁধা অবস্থায় প্রথম নির্যাতিত নারীর শরীরের ছবি দেখানো হয়েছে, ২য় নির্যাতিত নারীকে বোঝাতে দেখানো হয়েছে নারীর পেট, ডিম ও ধর্ষণ; আর ধর্ষণের এই দৃশ্য চলার সময় পেছনে অন্য যে নারীর হাত বেঁধে রাখা হয়েছে তার মুখের ক্লোজআপ দেখানো হয়েছে আগে। সুতরাং তার ‘বডির নিচের অংশ দেখিয়ে উপরের অংশে অন্যের ছবি জুড়ে দিয়েছে পরিচালক’

এটা সম্পূর্ণই ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এছাড়া চলচ্চিত্রের পরিচালক তার সিনেমার কোন অংশে কাকে, কতটুকু, কীভাবে প্রদর্শন করবেন বা বাদ দেবেন সেটা সম্পূর্ণই তার নিজস্ব স্বাধীনতা, যদি না এই বিষয়ক কোনো বিশেষ চুক্তি পরিচালক ও শিল্পীর মধ্যে হয়ে থাকে। আর আমরা আগেই বলেছি অভিযোগকারীর সঙ্গে এ ধরনের কোনো বিশেষ চুক্তি আমরা করিনি। সুতরাং আমরা তার প্রয়োজনে কোনো কিছু এডিট করতে বাধ্য নই।

আমরা সকলকে বিনীত অনুরোধ করছি, মুক্তিযুদ্ধ ,স্বাধীনতা ও স্বদেশ বিরোধী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজাকারদের প্রেতাত্মার দ্বারা প্ররোচিত হয়ে মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার অপপ্রচারে লিপ্ত হবেন না এবং অপপ্রচার করে থাকলে তা সংশোধন করুন। অন্যথায় আমরা আইনের দারস্থ হব।’

 
Electronic Paper