ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লুমিনের পাসওয়ার্ড প্রকাশ

বিনোদন প্রতিবেদক
🕐 ৮:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৯

শিরোনাম দেখে একটু অবাকই হওয়ার কথা। প্রশ্ন আসবে, কিসের পাসওয়ার্ড! ইতোমধ্যে অনেকেই তা জেনেও গেছেন। কারণ, ‘পাসওয়ার্ড’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করলেন ব্যান্ড ফিডব্যাকের ভোকাল শাহনুর রহমান লুমিন। গানটির অডিও-ভিডিও প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

দেওয়ান লালন আহমেদের কৈশোরে ফেরার টান মাখানো কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। তরুণ প্রেমিক-প্রেমিকার দুরন্তপনা আর বাস্তবতার গল্পে সাজানো গানটির ভিডিও নির্মাণ করেছেন রনি আহসান। মডেল হয়েছেন সাদমান প্রত্যয় ও সেরা জামান।

গীতিকার দেওয়ান লালন আহমেদ জানালেন, ‘এটি একটি প্রেমের গান। স্মৃতির গালে অনায়াসেই এই গানটি আলতো চুমুর পরশ দিবে। নস্টালজিয়ায় নিয়ে যাবে শ্রোতা-দর্শকদের।’ অনেকদিন পর নিজের নতুন গান।

উচ্ছ্বসিত লুমিন বললেন, ‘লালনের গীতিকবিতায় বেশ কয়েকটি গান করেছি। এটি আমার নিজের পছন্দের একটি গান। গানটিতে উঠে এসেছে আমাদের ফেলে আসা দিনগুলোর ব্যাকুলতা। সব শ্রেণীর দর্শক-শ্রোতাদের ভালো লাগবে গানটি।’

৭ নভেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় ‘পাসওয়ার্ড’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 
Electronic Paper