ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আজ রাজার চিঠি

মঞ্চ

বিনোদন প্রতিবেদক
🕐 ১২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

১৯৩৯ সাল। হরিদাস বসাক তখন যুবক। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন তিনি। এ নিয়ে তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু এক পর্যায়ে দেখা যায় রবীন্দ্রনাথ হরিদাসের চিঠির উত্তর দিয়েছেন। তারপর হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাক ও সাহিত্য সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন।

এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘রাজার চিঠি’ নাটকের কাহিনী। এটি রচনা করেছেন মাহফুজা হিলালী ও নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। এটি জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৯’।

তারই ধারাবাহিকতায় প্রদর্শিত হচ্ছে এটি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন স্মরণ সাহা, স্নিগ্ধ শ্রাবণ, সেবেকুন নাহার মুন, শাহানাজ শারমিন খান শিমু প্রমুখ।

 
Electronic Paper